পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে শুরু হয়েছে ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হলেও অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্খিত পণ্য ক্রয় করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। পণ্য বিক্রি কার্যক্রম শৃঙ্খলার মধ্যে আনার দাবি জানিয়েছেন তারা।
পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সুলভ মূল্যে তেল, চিনি, ছোলা, ডাল এবং খেজুর বিক্রি কার্যক্রম শুরু করেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৫৯০ টাকা প্যাকেজে পাঁচ ধরণের পণ্য বিক্রি করা হবে ২৮ মার্চ পর্যন্ত। সায়শ্রী মূল্যে দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর পেয়ে খুশি ভোক্তারা। তবে অনেকে ট্রাকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য ক্রয় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন।
শনিবার (১ মার্চ) ময়মনসিংহ নগরীর ১০টি পয়েন্টে ট্রাক সেলে বিক্রি করা হয় টিসিবির পণ্য। সকালে থানার ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পণ্য ক্রয় করতে কয়েক শ লোক দাঁড়িয়ে রয়েছেন। সকাল ১০টা থেকে তারা পণ্যের জন্য অপেক্ষা করলেও বেলা সাড়ে ১২টার দিকে পণ্য নিয়ে ট্রাক পৌঁছে। ট্রাক দেখেই পেছনে লাইন ধরে কয়েক শ মানুষ। এরমধ্যে ২০০ জনের মাঝে বিক্রি করা হয় পণ্য। বাকিরা হতাশ হয়ে বাড়ি ফিরেন। একই অবস্থা লক্ষ্য করা যায় জেলা প্রশাসক কাযার্লয়ের সামনে, তাজমহল মোড়ে, গোহাইল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পণ্য বিক্রির ট্রাকে।
টিসিবির পণ্য ক্রয়ের জন্য আসা হাবিবুর রহমান বলেন, ট্রাকে পণ্য বিক্রির বিষয়টি আগে থেকে কাউকে জানানো না হলেও আমরা আন্দাজ করে থানার ঘাট সকাল ১০টা থেকে এসে দাঁড়াই। কিন্তু ট্রাক যখন আসে তখন মানুষ হুড়োহুড়ি করে ট্রাকের পেছনে ছুটে। আমি শেষে পড়ে যাওয়ায় পণ্য ক্রয় করতে পারিনি। এটা শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। না হয় যার জোর আছে সেই পণ্য পাবে; আমরা বঞ্চিত হবো।