০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৪:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৫৭ ভিউ :

জামালপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহত অটোচালক আবুল কাশেম (৩৫) জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের দ্রæত গতির একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অটোরিক্সার চালক আবুল কাশেম মারা যায়। বাকী তিনজনের শারীরিক অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে আবরো বাসের তেলের লাইন থেকে আগুন ধরলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়ে দেন। দুর্ঘটনার কারনে জামাপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, সকালে প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রনে আসে। পরে বাসের তেলের লাইন থেকে আবারো আগুন ধরলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, বাসের সাথে অটোরিকশার ধাক্কায় অটোচালক নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে বাসে আগুন দেয়ার ঘটনায় জামালপুর-ময়মনসিংহ সড়ক বাস চালক-শ্রমিকরা অবরোধ, এতে করে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এক ঘন্টা পর চালক-শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

 

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

পোষ্টের সময় : ০৪:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

জামালপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহত অটোচালক আবুল কাশেম (৩৫) জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের দ্রæত গতির একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অটোরিক্সার চালক আবুল কাশেম মারা যায়। বাকী তিনজনের শারীরিক অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে আবরো বাসের তেলের লাইন থেকে আগুন ধরলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়ে দেন। দুর্ঘটনার কারনে জামাপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, সকালে প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রনে আসে। পরে বাসের তেলের লাইন থেকে আবারো আগুন ধরলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, বাসের সাথে অটোরিকশার ধাক্কায় অটোচালক নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে বাসে আগুন দেয়ার ঘটনায় জামালপুর-ময়মনসিংহ সড়ক বাস চালক-শ্রমিকরা অবরোধ, এতে করে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এক ঘন্টা পর চালক-শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।