০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে ‘গল্পে ঘণ্টা বাজে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

দুর্গাপুরে গল্পের ঘন্টাবাজে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।ছবি-ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

 

নেত্রকোনা দুর্গাপুরে কবি ও সাংবাদিক জামাল তালুকদার রচিত ‘গল্পে ঘণ্টা বাজে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন পুর্ব আলোচনা সভায় দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্র সঞ্চালনায়, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাভিদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম-আহবায়ক ও ঢাকাস্থ সুসং দুর্গাপুর সমিতির সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইলিয়াস আব্বাসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার শাখার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্র, জোবায়ের হোসাইন আব্বাসী (হীরা), কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, সাংবাদিক রিফাত আহম্মেদ রাসেল, আল নোমান শান্ত, সুমন রায়, কালিদাস সাহা বাবু, রাজেশ গৌড়, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার, ডা: কামরুল ইসলাম, আনিসুল হক সুমন, কবি শাওন হাসান, কবি মাসুদ রানা প্রমুখ।

 

বক্তারা বলেন, একটি কবিতা প্রতিবাদ করতে শেখায়, একটি কবিতা ভালোবাসতে শেখায়, একটি কবিতা জীবন-মান বদলে যেতে শেখায়। বল বীর চির উন্নত মম শীর, ভাদ দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এমন অনেক কবিতা রয়েছে যা সমাজ কে বদলে দিতে পেরেছে। জামাল তালুকদার স্থানীয় কবি হলেও তার অনেক কবিতা আছে যা গাঁ শিহরে ওঠে। কবিতার বানী দিয়েই নয়, আসুন নিজ নিজ অবস্থান থেকে, নতুন বাংলাদেশ বিনির্মানে সমাজকে বদলাতে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়। উল্লেখ্য: গল্পে ঘন্টা বাজে জামাল তালুকদারের ৪র্থ কাব্যগ্রন্থ। এছাড়া গন্তব্যের কাছাকাছি, নিরন্তর বয়ে চলা ও ছোট্র মাটির ঘর শিরোনামে আরো তিনটি কাব্যগ্রন্থ রয়েছে।

 

ট্যাগ :
অধিক পঠিত

দুর্গাপুরে ‘গল্পে ঘণ্টা বাজে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পোষ্টের সময় : ১২:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

নেত্রকোনা দুর্গাপুরে কবি ও সাংবাদিক জামাল তালুকদার রচিত ‘গল্পে ঘণ্টা বাজে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন পুর্ব আলোচনা সভায় দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্র সঞ্চালনায়, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাভিদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম-আহবায়ক ও ঢাকাস্থ সুসং দুর্গাপুর সমিতির সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইলিয়াস আব্বাসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার শাখার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্র, জোবায়ের হোসাইন আব্বাসী (হীরা), কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, সাংবাদিক রিফাত আহম্মেদ রাসেল, আল নোমান শান্ত, সুমন রায়, কালিদাস সাহা বাবু, রাজেশ গৌড়, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার, ডা: কামরুল ইসলাম, আনিসুল হক সুমন, কবি শাওন হাসান, কবি মাসুদ রানা প্রমুখ।

 

বক্তারা বলেন, একটি কবিতা প্রতিবাদ করতে শেখায়, একটি কবিতা ভালোবাসতে শেখায়, একটি কবিতা জীবন-মান বদলে যেতে শেখায়। বল বীর চির উন্নত মম শীর, ভাদ দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এমন অনেক কবিতা রয়েছে যা সমাজ কে বদলে দিতে পেরেছে। জামাল তালুকদার স্থানীয় কবি হলেও তার অনেক কবিতা আছে যা গাঁ শিহরে ওঠে। কবিতার বানী দিয়েই নয়, আসুন নিজ নিজ অবস্থান থেকে, নতুন বাংলাদেশ বিনির্মানে সমাজকে বদলাতে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়। উল্লেখ্য: গল্পে ঘন্টা বাজে জামাল তালুকদারের ৪র্থ কাব্যগ্রন্থ। এছাড়া গন্তব্যের কাছাকাছি, নিরন্তর বয়ে চলা ও ছোট্র মাটির ঘর শিরোনামে আরো তিনটি কাব্যগ্রন্থ রয়েছে।