ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।