০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষতিপূরণ পাচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া রাহি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাহির চিকিৎসার খরচ ও ক্ষতিপূরণ দিবে ‘ইমাম’ বাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ে সার্কেল এএসপি, লেফটেন্যান্ট, ত্রিশাল থানার অফিসার ইনচার্জসহ, পরিবহন মালিক সমিতি ও বাস কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মিটিং হয়। উক্ত মিটিং-এ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে রাহির ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের ৭ দফার দাবির প্রেক্ষিতে প্রায় সবগুলো দাবিই মেনে নেওয়া হয়েছে। যে দাবিগুলো মানা হয়েছে: ভুক্তভোগীর সকল চিকিৎসার ব্যয় ইমাম বাস মালিক নিয়েছে ও রাহির সকল ক্ষতিপূরণ দেওয়া হবে, অপরাধীদের যথাযথ আইনের আওতায় আনার জন্য কোতোয়ালি থানায় জানানো হয়েছে, ত্রিশাল থেকে ময়মনসিংহ রুটে বাসের ভাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে সমন্বয় করে নির্দিষ্ট করে ২০ টাকা করা হবে, ইউনাইটেড বাসে যাতায়াতের জন্য ত্রিশাল থেকে টিকিট করে উঠা নামার ব্যবস্থা করা হবে, বিশেষ দিনগুলোতে ভাড়া বৃদ্ধি করলে পরিবহন মালিক সমিতিকে জানালে ব্যবস্থা নিবে, বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে ও ত্রিশালসহ ময়মনসিংহের আপামর জনসাধারণের সাথে ভালো আচরণ করবে।

উক্ত মিটিং-এ উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আদুল্লাহ্ আল বাকিউল বারী, ত্রিশাল থানার সিনিয়র এএসপি অরিত সরকার, মটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইমাম বাসে অজ্ঞান পার্টির শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাহি।

ট্যাগ :
অধিক পঠিত

ক্ষতিপূরণ পাচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া রাহি

পোষ্টের সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাহির চিকিৎসার খরচ ও ক্ষতিপূরণ দিবে ‘ইমাম’ বাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ে সার্কেল এএসপি, লেফটেন্যান্ট, ত্রিশাল থানার অফিসার ইনচার্জসহ, পরিবহন মালিক সমিতি ও বাস কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মিটিং হয়। উক্ত মিটিং-এ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে রাহির ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের ৭ দফার দাবির প্রেক্ষিতে প্রায় সবগুলো দাবিই মেনে নেওয়া হয়েছে। যে দাবিগুলো মানা হয়েছে: ভুক্তভোগীর সকল চিকিৎসার ব্যয় ইমাম বাস মালিক নিয়েছে ও রাহির সকল ক্ষতিপূরণ দেওয়া হবে, অপরাধীদের যথাযথ আইনের আওতায় আনার জন্য কোতোয়ালি থানায় জানানো হয়েছে, ত্রিশাল থেকে ময়মনসিংহ রুটে বাসের ভাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে সমন্বয় করে নির্দিষ্ট করে ২০ টাকা করা হবে, ইউনাইটেড বাসে যাতায়াতের জন্য ত্রিশাল থেকে টিকিট করে উঠা নামার ব্যবস্থা করা হবে, বিশেষ দিনগুলোতে ভাড়া বৃদ্ধি করলে পরিবহন মালিক সমিতিকে জানালে ব্যবস্থা নিবে, বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে ও ত্রিশালসহ ময়মনসিংহের আপামর জনসাধারণের সাথে ভালো আচরণ করবে।

উক্ত মিটিং-এ উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আদুল্লাহ্ আল বাকিউল বারী, ত্রিশাল থানার সিনিয়র এএসপি অরিত সরকার, মটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইমাম বাসে অজ্ঞান পার্টির শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাহি।