০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মো. মিলন মিয়াকে (২০) হত্যার দায়ে মো. শাহজাহান মিয়াকে (২১) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডর আদেশ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

এামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারী স্কুল মোড়ে কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফেক্্িরলোডের ব্যবসা করছিল। একই এলাকায় মো. শাহজাহান মিয়া কম্পিউটার, ফেক্্িরলোডের ব্যবসা করত। তাদের মধ্যে ব্যবসায়ায়িক লেনদেন ছিল্ এবং তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। এক পর্যায়ে ২০২০ সালের ফেব্রæয়ারীর মাঝামাঝি সময়ে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা ধ্রা নেয়। ধারের টাকা ফেরৎ চাইলে শাহজাহান মোটর সাইকেল বিক্রি দেবে বলে জানায়। মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রæয়ারী রাতের খাবর খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরদিন বাড়ির অদূরে মিলনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই বছরের ২৩ ফেব্রæয়ারী নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অভিযোগ প্রমানীত হওয়ায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হাসেম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম নজরুল ইসলাম খান।

ট্যাগ :
অধিক পঠিত

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

পোষ্টের সময় : ১০:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মো. মিলন মিয়াকে (২০) হত্যার দায়ে মো. শাহজাহান মিয়াকে (২১) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডর আদেশ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

এামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারী স্কুল মোড়ে কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফেক্্িরলোডের ব্যবসা করছিল। একই এলাকায় মো. শাহজাহান মিয়া কম্পিউটার, ফেক্্িরলোডের ব্যবসা করত। তাদের মধ্যে ব্যবসায়ায়িক লেনদেন ছিল্ এবং তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। এক পর্যায়ে ২০২০ সালের ফেব্রæয়ারীর মাঝামাঝি সময়ে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা ধ্রা নেয়। ধারের টাকা ফেরৎ চাইলে শাহজাহান মোটর সাইকেল বিক্রি দেবে বলে জানায়। মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রæয়ারী রাতের খাবর খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরদিন বাড়ির অদূরে মিলনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই বছরের ২৩ ফেব্রæয়ারী নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অভিযোগ প্রমানীত হওয়ায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হাসেম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম নজরুল ইসলাম খান।