ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার পিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়া ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা এলাকার নোমান মিয়ার স্ত্রী। এসময় মোটর সাইকেল চালক তার স্বামী নোমান মিয়া (২৫) গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ত্রিশাল থেকে মোটর সাইকেল যোগে ভালুকার দিকে যাচ্ছিলেন। নিশিন্দা এলাকায় আসলে একটি সিএনজির সাথে ধাক্কা লাগলে রাস্তায় পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটর সাইকেলের যাত্রী সেলিনা আক্তার পিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্বামী মোটর সাইকেল চালক নোমান মিয়া গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। আহত নোমান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।