০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তরমুজের মজাদার ঠান্ডা পানীয়

দেখতে সুন্দর, খেতে সুস্বাদু গ্রীষ্মের রসালো ফল তরমুজ। এখন বাজারে সরবরাহ ব্যাপক। পড়তে শুরু করেছে গরমও। গরমে তরমুজ খেতে সবাই পছন্দ করেন। আর সেই তরমুজ যদি আরও একটুখানি আকর্ষণীয় করে খাওয়া যায় তাহলে নিশ্চয়ই বেশি মজা হয়।

সেজন্য তরমুজের তিন ধরনের পানীয়ের রেসিপি জেনে রাখতে পারেন।

ওয়াটারমেলন মোহিতো
অর্ধেকটি লেবু কুচি, কিউব করে কাটা ও বিচি ছাড়ানো তরমুজ, কিছু পুদিনা পাতা ও স্বাদ মতো চিনি একসঙ্গে হামানদিস্তায় থেঁতো করে করে নিন। একটি গ্লাসে দুই স্লাইস লেবু ও বরফের টুকরা দিন। এবার তরমুজের মিশ্রণ থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিন গ্লাসে। গ্লাসের অর্ধেকের বেশি ভরে গেলে সেভেন আপ বা স্প্রাইট দিয়ে বাকিটুকু ভরে ফেলুন। কয়েকটি তরমুজের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠান্ডা মোহিতো।

 

শরবতে মোহাব্বত

জ্বাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আধা লিটার দুধের সঙ্গে মেশান ৩ টেবিল চামচ রুহ আফজা, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক, ১ টেবিল চামচ গোলাপজল ও কয়েকটি বরফের টুকরা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিন। এক ফালি তরমুজ একদম ছোট টুকরা করে কেটে মিশিয়ে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।

তরমুজের লেমোনেড
তিন কাপ তরমুজের টুকরা নিয়ে বিচি ছাড়িয়ে নিন। আধা কাপ চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। ছেঁকে নিন তরমুজের ব্লেন্ড করা মিশ্রণ। আধা কাপ লেবুর রস ও ১ কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন ছেঁকে নেওয়া রসের সঙ্গে। কয়েকটি পুদিনা পাতার কুচি দিয়ে নেড়ে নিন। গ্লাসে বরফ ও লেবুর স্লাইস দিয়ে ঢেলে পরিবেশন করুন তরমুজের লেমোনেড।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

তরমুজের মজাদার ঠান্ডা পানীয়

পোষ্টের সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

দেখতে সুন্দর, খেতে সুস্বাদু গ্রীষ্মের রসালো ফল তরমুজ। এখন বাজারে সরবরাহ ব্যাপক। পড়তে শুরু করেছে গরমও। গরমে তরমুজ খেতে সবাই পছন্দ করেন। আর সেই তরমুজ যদি আরও একটুখানি আকর্ষণীয় করে খাওয়া যায় তাহলে নিশ্চয়ই বেশি মজা হয়।

সেজন্য তরমুজের তিন ধরনের পানীয়ের রেসিপি জেনে রাখতে পারেন।

ওয়াটারমেলন মোহিতো
অর্ধেকটি লেবু কুচি, কিউব করে কাটা ও বিচি ছাড়ানো তরমুজ, কিছু পুদিনা পাতা ও স্বাদ মতো চিনি একসঙ্গে হামানদিস্তায় থেঁতো করে করে নিন। একটি গ্লাসে দুই স্লাইস লেবু ও বরফের টুকরা দিন। এবার তরমুজের মিশ্রণ থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিন গ্লাসে। গ্লাসের অর্ধেকের বেশি ভরে গেলে সেভেন আপ বা স্প্রাইট দিয়ে বাকিটুকু ভরে ফেলুন। কয়েকটি তরমুজের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠান্ডা মোহিতো।

 

শরবতে মোহাব্বত

জ্বাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আধা লিটার দুধের সঙ্গে মেশান ৩ টেবিল চামচ রুহ আফজা, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক, ১ টেবিল চামচ গোলাপজল ও কয়েকটি বরফের টুকরা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিন। এক ফালি তরমুজ একদম ছোট টুকরা করে কেটে মিশিয়ে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।

তরমুজের লেমোনেড
তিন কাপ তরমুজের টুকরা নিয়ে বিচি ছাড়িয়ে নিন। আধা কাপ চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। ছেঁকে নিন তরমুজের ব্লেন্ড করা মিশ্রণ। আধা কাপ লেবুর রস ও ১ কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন ছেঁকে নেওয়া রসের সঙ্গে। কয়েকটি পুদিনা পাতার কুচি দিয়ে নেড়ে নিন। গ্লাসে বরফ ও লেবুর স্লাইস দিয়ে ঢেলে পরিবেশন করুন তরমুজের লেমোনেড।