নেত্রকোনার পূর্বধলায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা, একটি নোহা মাইক্রোবাস ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলার শ্যামগঞ্জ এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে র্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় হবিগঞ্জ জেলার সদর থানার বড় বৌমা গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩৫) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিয়ার চর এলাকার জলিলের ছেলে মোঃ জুয়েল (৩৮) মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে প্রেরণ করা হয়।
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে র্যাব সর্বদা তৎপর।’