০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনে গাজায় অন্তত ৯৭০টি প্রাণহানি

  • RA
  • পোষ্টের সময় : ০১:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪৭ ভিউ :

দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর, ইসরায়েলের অব্যাহত হামলায় দুই দিনে অন্তত ৯৭০ টির প্রাণহানির ঘটনা ঘটেছে

 

বুধবার (১৯ মার্চ), গাজার শাসকগোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে জানানো হয়েছে যে, ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে।

 

এতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

 

যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই নাজুক চুক্তির পর এটিই সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলা।

 

অন্যদিকে, বুধবার গাজায় জাতিসংঘের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

 

 

ট্যাগ :
অধিক পঠিত

দুই দিনে গাজায় অন্তত ৯৭০টি প্রাণহানি

পোষ্টের সময় : ০১:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর, ইসরায়েলের অব্যাহত হামলায় দুই দিনে অন্তত ৯৭০ টির প্রাণহানির ঘটনা ঘটেছে

 

বুধবার (১৯ মার্চ), গাজার শাসকগোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে জানানো হয়েছে যে, ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে।

 

এতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

 

যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই নাজুক চুক্তির পর এটিই সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলা।

 

অন্যদিকে, বুধবার গাজায় জাতিসংঘের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।