সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বিকেলে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনা করা করা হবে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়, যা ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়।
অনেক দল ইতোমধ্যে তাদের মতামত জানিয়েছে, তবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি দল এখনও মতামত দেয়নি। বিএনপি আগামী সপ্তাহে এবং জামায়াত ও এনসিপি কিছুদিন সময় চেয়েছে।
জানা যায়, প্রথম পর্যায়ের আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাকবেন না; সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। পরে সব দলের সঙ্গে যৌথ আলোচনায় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।