০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২৩ মার্চের মধ্যেই বেতন পাবেন ব্যাংকাররা

  • RA
  • পোষ্টের সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪২৬ ভিউ :

আসছে ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন লেনদেনের সুবিধার্থে নির্ধারিত কিছু অঞ্চলে ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

২৩ মার্চের মধ্যেই বেতন পাবেন ব্যাংকাররা

পোষ্টের সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আসছে ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন লেনদেনের সুবিধার্থে নির্ধারিত কিছু অঞ্চলে ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।