এপ্রিলের প্রথম সপ্তাহে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন কি বৃষ্টি পড়বে না গরম বাড়বে? ঈদের দিন বৃষ্টি হলে নামাজ ও ঘোরাঘুরিতে সমস্যা হতে পারে, আর তীব্র গরমও অস্বস্তির কারণ হতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলছেন, কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। আগামী ২৩ মার্চের পর থেকে গরম পড়বে।
ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এসময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।
এদিকে, আজ বৃহস্পতিবার (২০শে মার্চ) সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে।