বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুঃসংবাদে ব্যথিত হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসান। নিজের জন্মদিনে তিনি তামিমের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
আজ (২৪ মার্চ) ছিলো সাকিবের ৩৮তম জন্মদিন। কিন্তু জন্মদিন উদযাপনের পরিবর্তে তিনি তামিমের সুস্থতা নিয়েই বেশি চিন্তিত। এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ওর জন্য সবাই দোয়া করবেন! ওর পরিবার যেন এই কঠিন সময়টা ভালোভাবে পার করতে পারে। ইনশাআল্লাহ, তামিম দ্রুত সুস্থ হবে!’
সাকিব আরো বলেন, ‘তামিম যেন দ্রুত সুস্থ হয়ে ফেরে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই ওর জন্য দোয়া করবেন!
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলতে নেমে তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টসের পর শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়, যেখানে জানা যায়, তিনি পরপর দুইবার হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসকরা তার হার্টে ব্লক শনাক্ত করে এনজিওপ্লাস্টির মাধ্যমে অপসারণ করেন এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।