০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল ১১ দিন ব্যাপী বন্ধ ক্যাম্পাসে অবস্থানরত ক্ষুধার্ত প্রাণীদের খাওয়ানোর বন্দোবস্ত ও চিকিৎসা কার্যক্রমের মতো এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে।

২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন খাবার প্রদানের পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।”

 

ট্যাগ :
অধিক পঠিত

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

পোষ্টের সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল ১১ দিন ব্যাপী বন্ধ ক্যাম্পাসে অবস্থানরত ক্ষুধার্ত প্রাণীদের খাওয়ানোর বন্দোবস্ত ও চিকিৎসা কার্যক্রমের মতো এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে।

২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন খাবার প্রদানের পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।”