গাজায় হামাসের বিরুদ্ধে এক বিক্ষোভে শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন, যেখানে তারা গাজার শাসনক্ষমতা থেকে হামাসের সরে যাওয়ার দাবি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটিই গাজায় সবচেয়ে বড় বিক্ষোভ।
বিক্ষোভকারীরা রাস্তায় নেমে “হামাস তুমি চলে যাও” স্লোগান দেন, তবে হামাস সরাসরি কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছে। হামাসের সমর্থকেরা বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন।
এদিকে, ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৫০,১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৭০৪ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো নিখোঁজকে মৃত ধরে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, মার্কিন হামলা উপেক্ষা করে ইয়েমেনি বাহিনী পঞ্চমবারের মতো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ইয়েমেনি হামলার ভয়ে যুক্তরাষ্ট্র লোহিত সাগর এড়িয়ে ব্যয়বহুল বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।