০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো বাংলাদেশ

  • RA
  • পোষ্টের সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ২৯ ভিউ :

বাংলাদেশ চীন সরকার ও দেশটির ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ২৮ মার্চ (শুক্রবার) এই প্রতিশ্রুতির বিষয়টি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশের কর্মকর্তারা।

 

জানা যায়, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টার আহ্বানের পর চীনের বেসরকারি খাত বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

 

এছাড়া, চীন মোংলা বন্দর আধুনিকায়নের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে প্রদান করা হবে।

 

শুক্রবার ড. ইউনূস ও আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু চীনা কোম্পানিসহ ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

 

ট্যাগ :
অধিক পঠিত

চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো বাংলাদেশ

পোষ্টের সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশ চীন সরকার ও দেশটির ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ২৮ মার্চ (শুক্রবার) এই প্রতিশ্রুতির বিষয়টি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশের কর্মকর্তারা।

 

জানা যায়, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টার আহ্বানের পর চীনের বেসরকারি খাত বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

 

এছাড়া, চীন মোংলা বন্দর আধুনিকায়নের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে প্রদান করা হবে।

 

শুক্রবার ড. ইউনূস ও আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু চীনা কোম্পানিসহ ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।