০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিটিভিতে ১৩ বছর পর ফিরছে ‘মাইলস’

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫০ ভিউ :

ব্যান্ডসংগীতের সুরের জাদুতে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির এবারের ঈদে আয়োজন।

যেখানে পারফর্ম করবে ‘মাইলস’, যারা এক যুগেরও বেশি সময় পর বিটিভিতে পারফর্ম করতে চলেছে। এছাড়াও পারফর্ম করবে আর প্রায় ১৩টি ব্যান্ড।

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দর্শকপ্রিয় ব্যান্ডের শিল্পীরা।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড ‘চিরকুট’, ‘আর্ক’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘অরবিট’ ও ‘ফিডব্যাক’।

ঈদের দ্বিতীয় দিন একই সময়ে গান শোনাবে ‘মাইলস’। প্রয়াত গায়ক শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবেন তারা। পরিবেশনায় থাকবে তাদের জনপ্রিয় সাতটি গান।

ঈদের তৃতীয় দিন পারফর্ম করার কথা রয়েছে ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউয়ের’।

ট্যাগ :
অধিক পঠিত

বিটিভিতে ১৩ বছর পর ফিরছে ‘মাইলস’

পোষ্টের সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ব্যান্ডসংগীতের সুরের জাদুতে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির এবারের ঈদে আয়োজন।

যেখানে পারফর্ম করবে ‘মাইলস’, যারা এক যুগেরও বেশি সময় পর বিটিভিতে পারফর্ম করতে চলেছে। এছাড়াও পারফর্ম করবে আর প্রায় ১৩টি ব্যান্ড।

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দর্শকপ্রিয় ব্যান্ডের শিল্পীরা।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড ‘চিরকুট’, ‘আর্ক’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘অরবিট’ ও ‘ফিডব্যাক’।

ঈদের দ্বিতীয় দিন একই সময়ে গান শোনাবে ‘মাইলস’। প্রয়াত গায়ক শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবেন তারা। পরিবেশনায় থাকবে তাদের জনপ্রিয় সাতটি গান।

ঈদের তৃতীয় দিন পারফর্ম করার কথা রয়েছে ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউয়ের’।