চার দিনের চীন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাত ৮টা ১০ মিনিটে এয়ার চায়নার একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফল চীন সফর শেষে রাত ৮টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা ঢাকায় পৌঁছান।
এর আগে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৭ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।
বেইজিং বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই তাঁকে বিদায় জানান।