০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমারে চীনা ত্রাণবাহী গাড়িকে লক্ষ্য করে জান্তা সৈন্যদের গুলি

  • RA
  • পোষ্টের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৫০ ভিউ :

মায়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ত্রাণবাহী চীনা রেড ক্রসের গাড়িবহরের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে দেশটির জান্তা সৈন্যরা। মঙ্গলবার রাতে সংঘাতপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেইজিং। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা ক্ষয়ক্ষতি হয়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে, যা গণতন্ত্রপন্থি দল এনএলডির নির্বাচনী জয়ের পর ঘটে। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জান্তা সরকারের দমনপীড়ন বাড়তে থাকে, যার ফলে গণবিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধ সৃষ্টি হয়।

জান্তা সরকারের মুখপাত্র জানিয়েছেন, চীনা রেড ক্রস সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশের আগে কর্তৃপক্ষকে অবহিত করেনি, ফলে নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। তবে তারা গাড়িবহরকে থামাতে ব্যর্থ হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার পরও ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে এবং মায়ানমারের সব পক্ষকে ত্রাণ প্রচেষ্টায় সহযোগিতা ও নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৮৮৬ জন মারা গেছেন এবং ৪,৬৩৯ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্যাগাইং অঞ্চলের অধিকাংশ এলাকা সামরিক সরকারবিরোধী প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে, যা সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

ট্যাগ :
অধিক পঠিত

মায়ানমারে চীনা ত্রাণবাহী গাড়িকে লক্ষ্য করে জান্তা সৈন্যদের গুলি

পোষ্টের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

মায়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ত্রাণবাহী চীনা রেড ক্রসের গাড়িবহরের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে দেশটির জান্তা সৈন্যরা। মঙ্গলবার রাতে সংঘাতপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেইজিং। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা ক্ষয়ক্ষতি হয়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে, যা গণতন্ত্রপন্থি দল এনএলডির নির্বাচনী জয়ের পর ঘটে। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জান্তা সরকারের দমনপীড়ন বাড়তে থাকে, যার ফলে গণবিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধ সৃষ্টি হয়।

জান্তা সরকারের মুখপাত্র জানিয়েছেন, চীনা রেড ক্রস সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশের আগে কর্তৃপক্ষকে অবহিত করেনি, ফলে নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। তবে তারা গাড়িবহরকে থামাতে ব্যর্থ হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার পরও ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে এবং মায়ানমারের সব পক্ষকে ত্রাণ প্রচেষ্টায় সহযোগিতা ও নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৮৮৬ জন মারা গেছেন এবং ৪,৬৩৯ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্যাগাইং অঞ্চলের অধিকাংশ এলাকা সামরিক সরকারবিরোধী প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে, যা সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।