০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমারে ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলো জান্তা সরকার

  • RA
  • পোষ্টের সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৪৭ ভিউ :

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রম সহজ করতে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার সাময়িকভাবে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে।

 

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতি ২ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত, মোট ২০ দিন কার্যকর থাকবে।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগের শিকার হয়ে আসছে। গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত বেড়ে যায়।

 

এমআরটিভি আরও জানায়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) চেয়ারম্যান মিন অং হ্লাইং ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৩ ও ৪ এপ্রিল থাইল্যান্ডে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ২,৭০০ জনের বেশি প্রাণ হারিয়েছে, এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ট্যাগ :
অধিক পঠিত

মায়ানমারে ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলো জান্তা সরকার

পোষ্টের সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রম সহজ করতে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার সাময়িকভাবে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে।

 

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতি ২ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত, মোট ২০ দিন কার্যকর থাকবে।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগের শিকার হয়ে আসছে। গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত বেড়ে যায়।

 

এমআরটিভি আরও জানায়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) চেয়ারম্যান মিন অং হ্লাইং ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৩ ও ৪ এপ্রিল থাইল্যান্ডে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ২,৭০০ জনের বেশি প্রাণ হারিয়েছে, এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।