ভুয়া ভিডিও ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনেক চ্যানেলই দর্শক বাড়াতে ইচ্ছাকৃতভাবে ভুয়া ভিডিও আপলোড করে, আর এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ইউটিউব। এই নীতির প্রভাব পড়বে এমন কিছু চ্যানেলের ওপর, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখেরও বেশি।
বিশেষ করে, বিখ্যাত সিনেমাগুলোর ভুয়া ট্রেলার আপলোড করে যেসব চ্যানেল জনপ্রিয়তা ও আয় বাড়ানোর চেষ্টা করে, সেগুলো এখন ইউটিউবের নজরে। মার্ভেল বা হ্যারি পটারের মতো সিনেমা নিয়ে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে, কিছু চ্যানেল এআই ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বানায় ভুয়া ট্রেলার। এগুলো প্রচুর ভিউ পায়, আর সেই সঙ্গে বাড়ে আয়ের অঙ্কও।
স্ক্রিন কালচার বা কেএইচ স্টুডিওর মতো চ্যানেলগুলো বহুবার এমন ভুয়া ট্রেলার প্রকাশ করেছে, যা অনেক সময় এমন সব সিনেমার হয় যেগুলোর অস্তিত্বই নেই। তবুও, দর্শকদের আগ্রহকে পুঁজি করে এই ভিডিওগুলো বিপুল জনপ্রিয়তা পায়।
তবে এবার ইউটিউব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এমন কন্টেন্ট থেকে আর কোনো ধরনের আয় করা যাবে না। বিজ্ঞাপন থেকে শুরু করে ভিউ অনুযায়ী যে ইনকাম, সব বন্ধ করা হবে।
সূত্র: ডেডলাইন, এন্ড্রোয়েড সেন্ট্রাল