মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শেষ হয়েছে গত ৩১ মার্চ। এখন শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’।
সংস্থাটির তথ্যমতে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে ৬ জুন পালিত হতে পারে ঈদুল আজহা।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত তা আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখা সহজ করে তুলবে।
এই তথ্য অনুযায়ী, ৫ জুন হবে আরাফাতের দিন এবং পরদিন ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।