আন্তর্জাতিক ডেস্ক :
লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে দুটি রকেট নিক্ষেপ করা হলে তেল আবিবে সতর্ক সংকেত বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে হামলা প্রতিহত করে ইসরায়েলি বিমানবাহিনী।
বুধবার (২৩ অক্টোবর) এই হামলার সময় সেখানে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হামলার সময় ব্লিঙ্কেনের সঙ্গে একই হোটেলে অবস্থান করছিলেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ভ্রাম্যমাণ সংবাদকর্মী। সংকেত বেজে উঠলে নাস্তা ছেড়ে অন্যান্য অতিথিদের সঙ্গে সবাই মিলে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে ভবনের নিচে নেমে যেতে থাকেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট ভূপাতিত করার কিছু আগে দুটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। লোহিত সাগর বন্দর সংলগ্ন শহর ইলাতের উদ্দেশ্যে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল।
ড্রোন বা রকেট হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে যে, বুধবার ইলাত শহরে দুবার ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানপন্থি এই গোষ্ঠী দাবি করেছে যে, ‘গুরুত্বপূর্ণ’ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা গেছে।