গফরগাঁও প্রতিনিধি :
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে পাটমহল এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে আওয়ামীলীগ ও তার দোসররা। সদ্য সাবেক গফরগাঁও উপেজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে গফরগাঁয়ের মাটিতে জাতীয়তাবাদী শক্তির পক্ষে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের তথ্য ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম , জেলা যুবদল নেতা নাজমুল হোসেন এডিসন , উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন , যুবদল নেতা সজিব , যুবদল নেতা আলআমিন , সিদ্দিক , রাসেল , মশিউর , মো মফিজ উদ্দিন , গফরগাঁও সরকারী কলেজ শাখা ছাত্র দলের সদস্যা সচিব মো: আমির হামজা। পৌর ছাত্র দলের যুগ্না আহব্বায়ক মেহেদী হাসান নাঈম সহ দলীয় নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য , ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।