ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় ফুলবাড়ীয়া উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সোমবার সন্ধ্যায় ফুল্লরা চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সন্তান বিএনপি নেতা তানভীর আহমেদ রানা। মিছিলে ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান সরকার রোকনকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেয়া হয়। উপস্থিত ছিলেন মোঃ সানুয়ার হোসেন চানু, মোঃ শাহজাহান সিরাজ শাজু,মোঃ কামরুজ্জামান মীর আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, তানভীর সরকার প্রমুখ।