নেত্রকোনা অফিস :
নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাতি ও দিবা শিফট বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্যোগে র্যালী এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।
জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে সকাল সাড়ে ৯টায় র্যালীটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় প্রভাতি ও দিবা শিফট চালু রাখার দাবী জানিয়ে বক্তব্য রাখেন অভিভাবক শরিফুল আলম সবুজ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ফারুক মিয়া, মোঃ হুমায়ুন আহম্মেদ, শিক্ষার্থী উম্মে হাবিবা শামা, তনুশ্রী সরকার তনু, আমিরা জাহিন প্রমূখ। বক্তারা বলেন, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক কারো সাথে আলোচনা না করেই হঠাৎ করে প্রভাতি ও দিবা শিফট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ের পাঠদানের ব্যবস্থা নেয়া হবে।