ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করে।
আলজাজিরা জানিয়েছে, ইরানের বিচার বিভাগের ঘনিষ্ঠ সূত্র ‘মিজান অনলাইন’-এর বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ আদালত ফিকরিকে ফাঁসির আদেশ দেয়। এরপরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফিকরির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের ‘শত্রু’ পক্ষের কাছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাচার করেছিলেন। তদন্তে উঠে আসে, তিনি মোসাদের হয়ে কাজ করার সময় সংস্থার দুই কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
২০২৩ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
মিজান অনলাইন জানিয়েছে, এ মৃত্যুদণ্ড কার্যকর হওয়াকে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার জন্য ‘গুরুত্বপূর্ণ ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছে ইরানি বিচার বিভাগ।