ময়মনসিংহের মুক্তাগাছা শহরের থানা সংলগ্ন এলাকার বাসিন্দা,দৈনিক নয়া দিগন্তের মৃুক্তাগাছা উপজেলা প্রতিনিধি, মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য প্রয়াতডা.এম হাসান আলী খাঁনের ছোট ছেলে মুর্শেদ আলম খাঁন লিটন (৫৯) সোমবার রাত সাড়ে ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী. একমাত্র ছেলে ও মা ভাইবোনসহ তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মরদেহ মুক্তাগাছা প্রেসক্লাবের প্রাঙ্গনে রাখা হয়। এ সময় প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ স্থানীয় সাংবাদিকগণ, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজে অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাগভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে লক্ষ্মীখোলা পৌর কবরস্থানে দাফন করা হয়।