নেত্রকোনার দুর্গাপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরী হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুনেচ্ছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার,উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. ফজলুর রহমান আনসারী, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্র সহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।