০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটিতে রুশ-সিরীয় বাহিনীর যৌথ বিমান হামলা, নিহত ২৫

সিরিয়ায় সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস এই দাবি করেছে।বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান রবিবার উত্তর সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে হামলা চালায়। এর মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রতি আলেপ্পো শহরে প্রবেশকারী বিদ্রোহীদের দমন করার অঙ্গীকার করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের কাছ থেকে কয়েকটি শহর পুনর্দখল করেছে।

ইদলিবের কেন্দ্রস্থলে জনবহুল আবাসিক এলাকায় একটি হামলা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এই অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ তুরস্কের সীমানার কাছে অস্থায়ী তাঁবুতে অবস্থান করছে।

উদ্ধারকারীদের মতে, অন্তত সাতজন নিহত ও ডজনখানেক আহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র রাশিয়ার দাবি, তারা শুধু বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে ও বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোয়াইট হেলমেটস জানিয়েছে, ইদলিব ও আলেপ্পোর নিকটবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রবিবার বিমান হামলায় অন্তত দশজন শিশু নিহত হয়েছে। ২৭ নভেম্বর থেকে সিরিয়া ও রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা ৫৬তে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এক যৌথ বিবৃতিতে সব পক্ষের প্রতি উত্তেজনা প্রশমন ও মানবিক সহায়তার প্রবেশাধিকার সুনিশ্চিত করতে অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

সম্প্রতি বিদ্রোহীরা ইদলিব পুরোপুরি দখল করেছে। তারা শুক্রবার রাতে ইদলিবের পূর্বে অবস্থিত আলেপ্পো শহরে প্রবেশ করে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রকাশিত এক বক্তব্যে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, তারা কেবল শক্তির ভাষা বোঝে। সেই ভাষাতেই তাদের পরাজিত করা হবে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আলেপ্পোর সংঘর্ষে তাদের বহু সেনা নিহত হয়েছে।

এদিকে, রুশ যুদ্ধবিষয়ক ব্লগারদের দাবি, সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল সের্গেই কিসেলকে অপসারণ করেছে মস্কো।

এই বিষয়ে মন্তব্যের জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে সাড়া পায়নি রয়টার্স।

ট্যাগ :
অধিক পঠিত

সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটিতে রুশ-সিরীয় বাহিনীর যৌথ বিমান হামলা, নিহত ২৫

পোষ্টের সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস এই দাবি করেছে।বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান রবিবার উত্তর সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে হামলা চালায়। এর মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রতি আলেপ্পো শহরে প্রবেশকারী বিদ্রোহীদের দমন করার অঙ্গীকার করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের কাছ থেকে কয়েকটি শহর পুনর্দখল করেছে।

ইদলিবের কেন্দ্রস্থলে জনবহুল আবাসিক এলাকায় একটি হামলা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এই অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ তুরস্কের সীমানার কাছে অস্থায়ী তাঁবুতে অবস্থান করছে।

উদ্ধারকারীদের মতে, অন্তত সাতজন নিহত ও ডজনখানেক আহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র রাশিয়ার দাবি, তারা শুধু বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে ও বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোয়াইট হেলমেটস জানিয়েছে, ইদলিব ও আলেপ্পোর নিকটবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রবিবার বিমান হামলায় অন্তত দশজন শিশু নিহত হয়েছে। ২৭ নভেম্বর থেকে সিরিয়া ও রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা ৫৬তে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এক যৌথ বিবৃতিতে সব পক্ষের প্রতি উত্তেজনা প্রশমন ও মানবিক সহায়তার প্রবেশাধিকার সুনিশ্চিত করতে অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

সম্প্রতি বিদ্রোহীরা ইদলিব পুরোপুরি দখল করেছে। তারা শুক্রবার রাতে ইদলিবের পূর্বে অবস্থিত আলেপ্পো শহরে প্রবেশ করে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রকাশিত এক বক্তব্যে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, তারা কেবল শক্তির ভাষা বোঝে। সেই ভাষাতেই তাদের পরাজিত করা হবে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আলেপ্পোর সংঘর্ষে তাদের বহু সেনা নিহত হয়েছে।

এদিকে, রুশ যুদ্ধবিষয়ক ব্লগারদের দাবি, সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল সের্গেই কিসেলকে অপসারণ করেছে মস্কো।

এই বিষয়ে মন্তব্যের জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে সাড়া পায়নি রয়টার্স।