০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরের মহাসড়কে গুলি করে তরুণীকে হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে সাহিদা আক্তার রাফা (২৪) নামের তরুণী হত্যার ঘটনায় বরিশালের ভোলা থেকে তার কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কেরাণীগঞ্জের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত তরুণীর গ্রামের বাড়ি ময়মনসিংহের বেগুনবাড়ীতে বলে জানাগেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর আজাদ বলেন, প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়ছে। আমাদের অভিযান এখনো চলছে। এর আগে এই ঘটনায় রোববার সকাল ১০টার দিকে নিহতের মা জরিনা খাতুন‌ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে ওই মামলা দায়ের করা হয়। ওই মামলায় নিহত তরুণী সাহিদা আক্তারের প্রেমিক তৌহিদকে আসামি করে এই মামলা দায়ের করেন‌ তিনি। এদিকে নিহতের মরদেহ মায়নাতদন্ত শেষে নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে নিহত ওই নারীকে মুন্সীগঞ্জের মহাসড়কে ৫ রাউন্ড গুলি করে হত্যা করা হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি ফুটওভার ব্রিজের অদূরে ঢাকামুখী সার্ভিস লেন থেকে গুলিবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহ দেখতে পান। পরে খবর পৌঁছায় পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তা দায়িত্বে থাকা পেট্রোল টিমের কাছে। তারা জানান শ্রীনগর থানা পুলিশকে।

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

শ্রীনগরের মহাসড়কে গুলি করে তরুণীকে হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে সাহিদা আক্তার রাফা (২৪) নামের তরুণী হত্যার ঘটনায় বরিশালের ভোলা থেকে তার কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কেরাণীগঞ্জের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত তরুণীর গ্রামের বাড়ি ময়মনসিংহের বেগুনবাড়ীতে বলে জানাগেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর আজাদ বলেন, প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়ছে। আমাদের অভিযান এখনো চলছে। এর আগে এই ঘটনায় রোববার সকাল ১০টার দিকে নিহতের মা জরিনা খাতুন‌ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে ওই মামলা দায়ের করা হয়। ওই মামলায় নিহত তরুণী সাহিদা আক্তারের প্রেমিক তৌহিদকে আসামি করে এই মামলা দায়ের করেন‌ তিনি। এদিকে নিহতের মরদেহ মায়নাতদন্ত শেষে নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে নিহত ওই নারীকে মুন্সীগঞ্জের মহাসড়কে ৫ রাউন্ড গুলি করে হত্যা করা হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি ফুটওভার ব্রিজের অদূরে ঢাকামুখী সার্ভিস লেন থেকে গুলিবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহ দেখতে পান। পরে খবর পৌঁছায় পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তা দায়িত্বে থাকা পেট্রোল টিমের কাছে। তারা জানান শ্রীনগর থানা পুলিশকে।