নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোগবাজারে শত কবির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে গত শনিবার সকাল থেকে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শত কবির মিলনমেলায় বরেণ্য তিন গুণীজন লোকসংগীত শিল্পী ও কবি সুনীল কর্মকার, কুদ্দুস বয়াতী ও সালাম সরকারকে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসানের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য দেন ডাইনামিক গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম নাজমুল হাসান, জেলার জেষ্ঠ্য সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, কবি ও প্রাবন্ধিক ননী গোপাল সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক কবি আবুল কালাম আল আজাদ প্রমুখ। এছাড়া দিনব্যাপী শত কবির এ মিলনমেলায় ঢাকা, ময়মনসিংহসহ নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলা থেকে কবিরা এসে যোগ দেন এবং মুক্ত আলোচনা, ছড়া কবিতা পাঠ, কিসসা গান পরিবেশন ও শেষে বাউলা গানের আসর অনুষ্ঠিত হয়।