গত ঈদেই ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী।
এই দু’জনের জুটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন। যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরেই ঘোষণা আসে খুব শিগগিরই সিনেমাটির সিকুয়্যাল আসতে চলেছে।
ধারাণা করা হচ্ছিল, আগামী ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তুফান ২। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
২০২৫ সালের ঈদুল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এই নায়ক।
এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।